আমার যা বোধ্যগম্য করেছি বিশ্বাস
অবোধ বিশ্বের ছবি সৃষ্টির নির্যাস
আমাকে আমার মুখে পরিচিত করে
তাকাই অবাক চোখে দিগন্তের প’রে ।
অলীকের দ্বারে গিয়ে ঠেকাই নি মাথা
ভাগ্যের হাতে ছাড়ি নি কর্ম সফলতা
অবাস্তব যন্ত্রণায় ভাঙি নি আমাকে
স্বর্গ নরক মেনেছি আমার রাস্তাকে ।

তোমার হাত ধরেই দেখেছি ঈশ্বরে
শক্তির প্রার্থনা করি ক্ষণ অবসরে ,
পাপ পুণ্য দেখি আমি আমার চলনে
সুখ দুঃখ হাসি কান্না হৃদয় মন্থনে ।
আমার ধর্ম আমিই বাঁচার আনন্দে
প্রাপ্তির সুখেই তৃপ্ত জীবনের ছন্দে।