সামনে এগিয়ে দিতে হেঁটে যায় একা
আমাকে দেখানো স্বপ্ন দিন রাত দেখা
খালি পায়ে মুঠো হাতে লেগে আছে মাটি
নায়ক আমার বাবা শত ভাগ খাঁটি।
কপালে চিন্তার ভাঁজ আনন্দে রাখার
ফসল ফলায় মাঠে ভরায় খামার,
ডুব সাঁতারে আমাকে ভরসা শেখায়
হৃদয়ে আমার বাবা শান্তি দিয়ে যায়।


বৃষ্টি ঝড় ঝঞ্ঝা বান যত অসময়
সামনে দাঁড়িয়ে একা অটল অভয়,
কাঁধে হাত বট গাছ পোশাক ছায়ার
আদর্শে দীর্ঘ চেহারা আমার বাবার।
জামা জুতো বই খাতা যা কিছু প্রথম
বাবার আত্মীক যোগ আমার পরম।