আমার দেশ তো সরু আল পথ
ছোট্টো মাটির বাড়ি
পুকুরের ধার পুঁইয়ের মাচা
চলছে গোরুর গাড়ি।


হাঁস ও মোরগ গরু ছাগল
খাচ্ছে ঘুরে ঘুরে
সকালের রোদ রাতের জ্যোৎস্না
থাকে উঠোন জুড়ে।


চিচিঙ্গা আর পুঁইয়ের মাচায়
ফিঙে শালিক আসে
ঘাসের ফুলে প্রজাপতি
খিলখিলিয়ে হাসে।


খড়ের গাদা ঘুঁটে গোবর
শুকনো পাতার সারি
দল বেঁধে সব ইস্কুলে যায়
পথের বাঁকটি ছাড়ি।


আমার দেশ তো কলমীলতা
হিজল গাছের ছায়া
মা মাসি আর বাবা কাকা
ভিটে মাটির মায়া।