ভালো হবে ভেবেই আমি
করেছি এই কাজ
তোমার ভাল হয় নি বলে
দোষী করছো আজ।

তোমার আমার দুজনেরই
একই সঙ্গে ভালো
কোন কাজ হয় কি আদৌ
ঘুচিয়ে সব কালো।

আলো থাকলেও আঁধার থাকে
জীবনের এই খেলা
ভালো মন্দ মিলেমিশেই
যত রঙ্গ মেলা।

সেই রঙেতে রঙিন আমি
করেছি এই কাজ
তোমার ভাল হয় নি বলে
দোষী করছো আজ?