আমার অধিকার ছেড়ে
আমি যাব না চলে


অনেক কষ্টে গড়া
আমার নিজের পাড়া
পৃথিবীর বুকে আমার পদচিহ্ন
আমার উপস্থিতি তারই অধীনস্থ
আমি ছাড়ব না স্থান বিন্দুমাত্র


আমার উত্তম কর্মে ও গর্বে
আমাকে চেনে যেমন অন্যে
আমার পরিধি
সেই ভাবনার ইঙ্গিত।
সেই জগতে গড়ে ওঠা রাজ্য
আমার বৈচিত্র্যময় সাধ্য
চিনিয়ে দেবে ক্ষমতা ও গণ্ডির সীমা।


আমি বসে আছি চেয়ারে
আমার মনুষ্য আধারে
আমাতেই সমাহিত হই
জীবনের নানা তথ্যে।


আমার ব্যবহার বুঝে
পরিচিত হই কাজে
আমি হয়ে উঠি
বিশ্বে পরিব্যাপ।