আমার সঙ্গে কথা বলা  
অভ্যাস কর ভাই
না হলে আজ পথের ভুলে
পথ হারাবে তাই।
আমার সঙ্গে যত খুশি
কথা বলবে তুমি
তত বেশি পৃথিবীতে
গড়বে নিজের ভূমি।


তোমার কথা আমারও তো
আমার কোনো কথা
রাগ অভিমান অনুযোগের
যত দুঃখ ব্যথা,
সব কথা খুব জোরে বলো
দিও না কিছু বাদ
না হলে মন রাখবে মনে
গড়বে অবসাদ।


বলবে তুমি শুনবো আমি
এমন তো কথা নেই
আমি বললে তুমি শুনবে তারও নিশ্চয়তা নেই,
তাই তুমি শোনো আমাকে মন না দিয়ে ভার্চুয়ালে
আমরা শুনব আমাদের কথা যাব না আবডালে।


যেভাবে আমরা গেয়ে উঠি অসময়ে ভিজি বৃষ্টিতে
একা একা ঘেমে উঠি আর মুখ ঝাড়া দিই সৃষ্টিকে;
পাখির শব্দে ঘুম ভেঙে উঠে তাকিয়ে দেখি রোদকে
সেভাবে আমরা জড়িয়ে থাকব, দূর করে অবসাদকে।