সামুদাদা এ বছর পুজোর প্রায় সব খরচ দেবে
তাতে চারিদিকে বেশ সাজো সাজো রব;
আমি বললাম - বাহ, এই ভক্তি ভাল,
তবে এ তো বেশ বড় বাজেট, কোথায় পেলেন?
ব্যাস, রে রে করে আমাকে বের করে দিল পুজো কমিটি।


শীতের শুরুতে গৌরদা আমাদের ক্লাবে এসে বলল
তোরা ব্যবস্থা কর আমি গরীবদের কম্বল দেব।
আমি শুধু প্রশ্ন করলাম - কম্বল তো দেবেন,
কিন্তু এত কম্বল আপনি পেলেন কোথা থেকে?
ক্লাবের সবাই আমাকে মারতে এল।


নিতাইকাকার এ তল্লাটে খুব নামডাক
বলল - এবার আমি গ্রামের এই রাস্তা পাকা করে দেব।
আমি বললাম - আপনি করে দেবেন? আপনার নিজের টাকায়?
গ্রামের লোক আমার দিকে তেড়ে এল।


রাস্তা তৈরির সময় আমি ছিলাম
হাসপাতাল স্কুল থানা
ও অফিস বিল্ডিং তৈরির সময়ও আমি ছিলাম,
ছিল সেই একই অথবা একই রকম কন্ট্রাক্টর।
বললাম - না না, এসব কি করছেন,
হিসেব অনুযায়ী সমস্ত ঠিকঠাক করছেন না?
হা হা করে আমার কথা হাওয়ায় ভাসিয়ে দিল অন্যসব দেখনদার।


সেই সামুদাদা গৌরদা নিতাইকাকা এবং কন্ট্রাক্টরের হয়ে
বলার লোক যত বাড়ছে
তত এই দাদা কাকারা খুব সহজে
গ্রাম চালায় দেশ চালায়
এবং আমাকে চালায় আমাদেরকে চালায়।
আর আমি এবং আমাকে রে রে করে তাড়ানো মানুষজন
আদিম থেকে আজ পর্যন্ত শুধু সাধারণ
শুধুই সাধারণ হয়ে থেকে গেলাম।