আমাকে দেখাতে আমি করি আয়োজন
আচার বিচারে গড়ি এত বিশ্লেষণ,
রূপ মুগ্ধ কারুকার্য রঙিন প্রচ্ছদ
আমাকে তুলে ধরার কূট কর্মপদ।
খেয়াল পৃথিবী আমি গড়ি গরিমায়
যেমন প্রকৃতি নিজে নিজেকে সাজায়,
আমাকে বসাতে আমি উচ্চ সিংহাসনে
তোমাকে যে সাথে নিই আমি আনমনে।


আমাকে পূজিতে আমি কত কি না করি
অনন্তের পথে পথে কর্ম মেলে ধরি,
আমি না থাকলে আমি, তুমি থাকবে না
আমাকে দেখানো আমি, কক্ষণো যাবে না।
সৃষ্টির রহস্যে তাই আমি তুমি আছে
আমিই যে গড়ি তুমি এ বিশ্বের মাঝে।