চাষের জমি ফসল ফলাই
কিন্তু পাই না কোন দাম
খরচ অনেক দেনা বাড়ে
দুঃখী চাষী আমার নাম।


ফলতে ফসল সময় লাগে
সহজে ফুল ফোটে না
কষ্ট করে আনাজ ফলাই
তবু খাবার জোটে না।


জলের সেচন সারের প্রয়োগ
নিড়াতে হয় জমি সব
সবুজ ফসল পাকতে থাকে
প্রাণে ওঠে কলরব।


পোকা ধরে ঘাস জন্মায়
এই ফসলের চর্চা তাই
যত্ন করে আমরা করি
মাঠ আদরের শান্তি পাই।


কমছে জমি ফসল দানা
চাষীর কপাল পুড়ে ছাই
আমরা চাষী দেশের শক্তি
বাঁচতে যেন মূল্য পাই।