আমরা হলাম গ্রামের মানুষ
থাকতে হয় যে সচেতন
চারিদিকে পোকা মাকড়
গাছপালা আর কাঁটার বন।


কোথাও আছে ঝোপঝাড়ে সাপ
উঁচু নীচু রাস্তায় খাদ
শিশির ভেজা ঘাসের মাঝে
পাতা আছে কত ফাঁদ।


রোদ ও বৃষ্টি কাদায় জলে
আমরা করি মাঠে কাজ
আষাঢ় মেঘে প্রতি বছর
যতই পড়ুক মাথায় বাজ।


প্রতি পদে পেট চালাতে
খুব সচেতন থাকতে হয়
বান ও বন্যায় ফসল নষ্ট
তবু আমরা পাই না ভয়।


আসবে বিপদ যাবে বিপদ
আমাদের তো সরল মন
ঝড়ের মাঝেও বাঁচতে শিখি
আমরা থাকি সচেতন।