সবার মুখে শুনে আসছি সব দোষ শুধু সরকারের
পাবলিক ধোয়া তুলসীপাতা বিশেষত এই দেশের।
কেন এরা খেতে পায় না? কেন ওরা বেশি খায়?
সব দোষ সরকারের কেন একচোখা হয়ে যায়?
কেন ওরা মেরে গেল? কেনই বা এরা সব মরল?
কেন এরা বাড়িঘর পুড়িয়ে ওদের বেদখল করল?
সরকার কেন দিনরাত এরা ওরা কিছু দেখল না?
এত লোক মরল কেন দাঙ্গা কন্ট্রোল করল না?
কেন রেশনের চাল ডাল গম ঠিকঠাক হয় না বণ্টন?
কেন ত্রাণ ভর্তুকি অনুদান হয়ে যায় বারবার লুণ্ঠন?


আমরা পাবলিক ভোট দিয়েছি কৈফিয়ৎ ছাড়ব না?
সরকারকে দোষ দেওয়া ছাড়া আর কিছুটি করব না?


আইন যা করবে আমরা কিছুতেই তার সব মানব না
ভাল মন্দ জানি না তবে কখনই বিরোধিতা ছাড়ব না;
আমরা তো পাবলিক আমরা করি না কাজ দোষের
আমাদের কষ্টে রাখার সমস্ত দায় শুধুই সরকারের।