দিদি, একটু সরে বসবেন
আমিও তাহলে বসতে পারি।
নিশ্চয়ই। বসুন।
দিদি সরে বসল। আমি বসলাম দিদির পাশে।
এভাবে আমরা ভাইবোন
বহু যুগ পাশাপাশি বসে থেকে
গর্বের বাঙালি সমাজ গড়ে তুলি।


বাসে ট্রামে ট্রেনে রাস্তায় পথে ঘাটে
আমার দিদি আমার বোন আমার সম্পর্কের
কপালে দিল ফোঁটা
নিরাপদ ঘরে ফেরা চিনতে পারল জীবন
সমাজের বুকে সমাজের ঘটল আত্মক্ষরণ।


সরে বসব কেন ভাই?
আয়।আমরা দুজনে ভাগ করে থাকি।
গড়ে তুলি মধুর অনন্ত।