অনাথ মানেই অনাদরে
বাড়তে থাকে মানুষ
অবহেলায় মনের মধ্যে
জমায় সে যে ফানুস,


পথের ধারে এঁদো গলি
ফ্লাই ওভারের নীচে
ঝুপড়িতে বাস করে ওরা
আবর্জনার পিছে।


যখন যা পায় তখন তা খায়
না পেলে পেট গরম
খাবার পেতে অকাজ কুকাজ
করে ফেলে চরম।


মানুষ অনাথ কি করে হয়
ভাবতে ভাবতে ভোলা
ক্ষোভ আক্রোশ হিংসা দ্বেষের
পথ রেখেছে খোলা।


ভালোবাসা খুঁজতে খুঁজতে
দেখছে মানুষ খেলা
জীবন স্রোতে কে ভাসালো
অনাথ নামের ভেলা।