ও খোকারা ও খুকিরা ফাটাস না আর বাজি,
এবার শুধু রং মশালে যা হয়ে যা রাজি।


এনে দেব শব্দবিহীন অনেক তারা বাতি,
দীপাবলী কাটিয়ে দে আলোয় সারা রাতি।


শব্দ দূষণ কানে বধির করে হার্টের ক্ষতি,
জ্বালিয়ে দীপ উজল আলোয় আঁধারে দে জ্যোতি।


পরিবেশটা ধোঁয়ায় ভরে নিঃশ্বাস নিতে কষ্ট
বারুদ বাজি খুবই খারাপ নাও জেনে নাও স্পষ্ট।


বন্ধ করে শব্দ বাজি ভরিয়ে দে আলো,
ও খোকারা ও খুকিরা হও জগতের ভালো।