অনেকেই কবি নয় তবু কবিতা লেখে
অনেকেই লেখক নয় তবু লিখতে থাকে
অনেকেই চিত্রকর নয় তবু ছবি আঁকে
অনেকেই গায়ক নয় তবু গান করে।
অনেকেই শিল্পী নয় তবু শিল্প চর্চা করে
অনেকেই পাঠক নয় তবু অনেক কিছু পড়ে
অনেকেই সমালোচক নয় তবু বড় বড় কথা বলে
অনেকেই অনেক কিছু জানে তবু চুপ করে থাকে।


এরকম অনেকেই অনেক কিছু ভাবতে পারে না
তবু ভাবে, ভাবতে ভাবতে
কবিদের মত লেখকের মত চিত্রকরের মত
গায়কের মত শিল্পীর মত পাঠকের মত
এমন কি সমালোচকের মত
বলছে দেখছে গাইছে আঁকছে বলে
আজও
সৃষ্টি আপন মহীমায় শুধু চলে আর চলে আর চলে
চলতেই থাকে।


না হলে আমরা যে কেউ যখন তখন
রাজনীতিবিদ সমাজসেবী জনদরদী নেতা নেত্রী হয়ে যেতে পারি,
আর তখন উড়ন ছু করে দিয়ে ভাবনা
আমরা হয়ে যাই যুগের যন্ত্রণা।