আসব আবার মানুষ হয়ে বাংলার কুঁড়ে ঘরে
বড় হবো মা মাসি আর বাবার পিঠে চড়ে,
শিশির ঘাসে পা ডুবিয়ে হাঁটব সকাল বেলা
মাটির রাস্তা নদীর ধারে ঘুরব রথের মেলা।


ভাটফুল ফোটা ঝিলের জলে ডাহুক পাখির ডাকে
পদ্ম শালুক আমের মুকুল দেখব এ বৈশাখে,
পথের ধারে গাছের ছায়া মাখব হাতে পায়ে  
কাদা মাটি ফসল গন্ধ থাকবে লেগে গায়ে।


গরু ছাগল হাঁস মোরগে ঘুরবে উঠোন জুড়ে
পুকুর ঘাটে সাঁতার কেটে আসব আবার ঘুরে।
আসব আবার মানুষ হয়ে বসব বটের ছায়ায়
একসাথে সব থাকব আমরা ভালোবাসার মায়ায়।


দেখবে তোমরা একটা মানুষ ডিঙি বেয়ে দূরে
আমার মত আসছে ফিরে মিহি রঙিন সুরে,
সেই আমি আর এই আমিটাই আকাশ ভালোবেসে
আসব আবার আলপথ ধরে বসব পাশে এসে।