আষাঢ় শ্রাবণ এই দুই মাসে
আসে বর্ষাকাল
আকাশ জুড়ে ঘুরে বেড়ায়
মেঘের যত পাল।


কখনও বা সাদা সাদা
ভাসায় ভেলা দূর
কখনও বা টুপটাপ ঝরে
রিমঝিম তোলে সুর।


কখনও বা ঘন কালো
আঁধার ঘনায় মেঘ
ঝমঝমিয়ে বৃষ্টি আসে
ঝড়ের প্রবল বেগ।


কাদা প্যাচপ্যাচ সবুজ পাতা
কদম কেয়া ফুল
জমা জলে রৌদ্র ছায়ায়
পেকে যায় জাম কুল।


বর্ষার এমন মেঘ ও বৃষ্টি
ঢোকে বন্যার জল
বাংলার মাঝে ঋতুর খেলা
জীবন চলাচল।