আষাঢ় এলে মেঘেরা সব
আকাশ জুড়ে ঘোরে
যখন তখন খেয়াল খুশি
বৃষ্টি ঝরায় জোরে।


কখনও মেঘ রৌদ্র মাঝে
একটু হলে কালো
টিপটিপ করে পড়তে থাকে
সবার লাগে ভালো।


তারপরে যেই ঘন মেঘে
আঁধার হয়ে আসে
ঝমঝমিয়ে ঝরতে থাকে
নদী জলে ভাসে।


বান এসে যায় গ্রামে ঘরে
ফসল নষ্ট মাঠে
পায় না খেতে থাকার জায়গা
দুঃখে জীবন কাটে।


আষাঢ় শোভা কদম কেয়া
তবু ফুটে থাকে
ফি বছরে বাংলার বুকে
কষ্ট লিখে রাখে।