দীপ নেভানো ঘর বাহিরে
বিরহ রাত জাগে
হৃদয় পাখি দুখ সায়রে
কান্না লুকায় আগে ।


হাহাকারে আগলে রাখা
শূন্য খাঁচার মাঝে
মোহ ভরা সবটুকু পথ
হারায় সকাল সাঁঝে।


কেমন করে গাঁথবে জীবন
ভাবছে কে বা আছে
কত দূরে ঘাট পারাপার
প্রাণের আরো কাছে?


ফাঁকি দেওয়া আর ফেরে না
কষ্ট ঘিরে থাকে
বাঁচতে চাওয়া মরণ মূর্তি
দাঁড়ায় এসে ফাঁকে।


আয় বুকে আয়, কি নিদারুণ!
ডাকছে স্বপ্ন আশা
কি হবে আর, কোথায় আছে?
মোহন ভালোবাসা?