দূরে গোধূলি আবীরে আঁকা
গাছ পাহারা দেয়,
উদাস মনে মোহন বাঁশি
নিজে বাজিয়ে নেয়।


কে যে আসবে ফুলের রঙে
প্রজাপতির দেশ,
অনুরাগের রামধনুতে  
দুলছে একা বেশ।


এ আল্পনা আঁকছে মনে
আবীরে খুশি মুখ,
পথ সীমানা হাসছে দেখো
হৃদয়ে নাই দুখ।


আকাশ মাটি জলে স্থলে
এত আবীর রঙ,
আয় রে প্রেম বস না পাশে
করিস কেন ঢঙ।