প্রেম নগরে বাঁধবো বাসা
প্রজাপতির ডানায়
ফুল রঙিনে সুখ সায়রে
স্বপ্ন যেমন মানায়।

বুকের ভেতর পরাগ রেণু
মাখবো তোমার মায়ায়
যমুনাতে ঢেউ পারাপার
কদম গাছের ছায়ায়।

ফুল পরীদের ঘুরবো সাথে
দেখবো আকাশ আলোয়
আমার দুজন থাকবো বসে
কাটবে জীবন ভালোয়।

গোলাপ বাগান উপবনে
কত কিছু মানায়
হৃদয়পুরের মিলন শান্তি
ভরবে কানায় কানায়।

তোমার আমার সন্ধি বদ্ধ
মুকুর প্রেমের আশায়
আয় রে জীবন চল্ বাঁধি ঘর
ভালো একটা বাসায়।