বাবার জীবনকথা যায় না তো বলা
ছেলেমেয়ে সুখ তাঁর, সেই পথে চলা,
আদর্শে বাবার মতো হয় না তো কেউ
কাঁধে তুলে নেয় বাবা সংসারের ঢেউ।
কাজ শেষে বাড়ি ফেরা ক্লান্ত মুখে হাসি
আকাশের ঠিকানায় জোছনাতে ভাসি,
আমরা নিশ্চিন্তে সব বাবা আছে তাই
বায়না ও আবদার ভালোবেসে পাই।
বাবা হল বটবৃক্ষ ছায়া এত বড়ো
তাই দিয়ে শিশুগণ ভবিষ্যৎ গড়ো,
ঝড় বৃষ্টি রোদ থেকে বাঁচায় যে মাটি
বাবার ভালোবাসা তো একেবারে খাঁটি।
চোখ মেলে চেয়ে দেখি আদর্শের সেরা
চারিদিকে সন্তানের স্বপ্ন দিয়ে ঘেরা,
ঘাম শ্রম কিছু নয় যেন একা ছাদ
আদর ভালোবাসায় নাই কোনো খাদ।
বাবা তুমি ভালো থেকো কর্মময় পথে
সন্তান তাই তো চড়ে জীবনের রথে,
বাবা হলে সকলেই বোঝে মর্ম কী যে
মায়ের পাশে দাঁড়াও বাবা তুমি নিজে!