গাছ কেটে সব গড়ে তোলে বাসা
সুখ ভোগ করা তালে
পরিবেশ তাই যায় রসাতলে
আমাদের ভুল চালে।


গাছ আমাদের সব কিছু দেয়
পরিবেশ রাখে ঠিক
ইট পাথরের প্রাসাদ গড়তে
গাছ নাই চারিদিক।


গাছ লাগানোর চেয়ে যদি গাছ
আর না কাটলে কেউ
গাছ বাঁচে নিজে পৃথিবীর কোলে
তোলে বাতাসের ঢেউ।


আকাশের মেঘ মাটিতে বৃষ্টি
বয়ে চলে নদী বেগে
গাছের জন্য সব কিছু হয়
প্রাণ থাকে তাই জেগে।


বাঁচাও বাঁচবে এই আবেদন
রাখছে গাছের আশা
পৃথিবীর বুকে প্রাণের চলন
গড়ে দেবে ভালোবাসা।