তুমি যাই কর তাই কর
লড়াই কর লড়াই।


নিজের সঙ্গে লড়াই অন্যের সঙ্গে লড়াই
প্রকৃতির সঙ্গে লড়াই শরীরের সঙ্গে লড়াই
রোগের সঙ্গে লড়াই ভোগের সঙ্গে লড়াই
বাঁচার লড়াই বাঁচিয়ে রাখার লড়াই
মৃত্যুকে পরাজিত করার লড়াই
এবং মনের লড়াই
মানসিক অহংকারের লড়াই।


সব লড়াই পেরিয়ে তুমি হয়ে ওঠার মধ্যে
যে আত্মতৃপ্তি আছে সেটুকুর জন্য
মানুষ হাজার মাইল মরু প্রান্তর সাগর সমতল
পাহাড় বনানী পেরিয়ে
মনুষ্যত্বের বিজয় পতাকা তুলে উল্লাস করে।


এ লড়াইয়ে কোন অস্ত্র লাগে না,
শুধু নিজেকে লাগে।
নিজেকে মেরুদণ্ড সোজা করে হেঁটে যেতে হয়,
বুকে বল রেখে প্রতি মুহুর্তের জন্য প্রস্তুত থাকতে হয়,
কর্মের গণ্ডিতে সৎ ভাবনার প্রত্যয় রাখতে হয়,
আমি পারি আমিই পারি
তাই তুমি পারবে তুমিই পারবে
এরকম হাত ধরাধরি গান গাইতে হয়,
ওই দূরে ফুটে আছে গোলাপ হাসি
রজনীগন্ধার গুচ্ছ আশ্বাস
ওখানে আমি পৌঁছে যেতে পারব, পারবই
তাই তুমিও ঠিক পৌঁছে যেতে পারবে, পারবেই
এরকম এক পা দু পা করে সমবেত হতে হয়।
আর বেঁচে থাকার বাঁচিয়ে রাখার
সমস্ত আয়োজন প্রতিটি আগামী স্তরে সাজিয়ে রাখতে হয়।


তাই বাঁচো ভাই, বাঁচো।
বেঁচে থাকাটাই লড়াই।
চলো ভাই চলো
আমরা সবাই তাই বেঁচে থাকি
আর বাঁচিয়ে রাখি।