বাঁচার স্বপ্নটা বেঁচে থাক যায় না যেন মরে
স্বপ্নের হাত ধরে সত্যিটা আসবে তবে ঘরে,
এই যে আমি এখন আছি তুমি আছ পাশে
আমরা চলি এগিয়ে লক্ষ্য পূরণ আশে।


বাঁচার জন্য লড়াই করা অনন্ত যুগ হাঁটা
পলি পড়া মাটির বুকে নতুন ফসল কাটা,
শীতের বেলা ঝরা পাতা সবুজ কিশলয়ে
ওই দেখা যায় নবীন আলো আনছে আবার বয়ে।


হাতটা ধরে হাতে হাতে আঁকড়ে ধরা বাঁচা
বিশ্বাসে সুখ দুঃখ মালা ভাঙছে মনের খাঁচা,
পরের জন্য বাঁচার হিসেব হৃদয় অঙ্গীকারে
স্বপ্ন রাঙা রঙিন মায়া নিজের অধিকারে।


পার্থিব সুখ অলীক মিছে ছুটছে বিষয় লোভ
আরও যেন অনির্বাণে পায় না কোন ভোগ,
স্বপ্নটা তাই বেঁচে থাকুক বাঁচার অবশেষে
অনন্ত যুগ তোমার জন্য বাঁচব ভালোবেসে।