মাতৃভাষা ভুলে যদি ভাষান্তরে থাকো
কথ্য ভাষা তবে তুমি কিছু বোঝো নাকো।


যে ভাষায় পশু ডাকে নদী বয়ে চলে
যে ভাষায় মা ও শিশু কত কথা বলে,
যে ভাষায় নদী করে ঝর্ণার প্রকাশ
সে ভাষাতে ভালোবাসা গড়ে তার বাস।


ভাষা তাই মানুষের নিজ পরিচয়
নিজের স্বাক্ষর তাই ভাষাগত হয়,
পরে সে শিখতে পারে আরো কত ভাষা
শিক্ষার সোপানে রাখে ভাষা ভালোবাসা।


মায়ের ভাষা অমৃত করে যায় দান
বাংলা এমন মধুর হৃদয় সম্মান,
সেই ভাষাতে আ মরি জীবনের গান
বাংলা হল মাতৃভাষা গর্বে ভরে প্রাণ।