বাংলার বুকে ছয়টি ঋতু
থাকে দুই মাস করে
গ্রীষ্ম থেকে বসন্ত কাল
বিচিত্র রূপ ধরে।


গ্রীষ্মকালে দারুণ গরম
বর্ষাতে খুব বৃষ্টি
শীতকালে খুব শীতের দাপট
প্রকৃতির যা সৃষ্টি।


শরৎ এবং হেমন্তকাল
এদের মাঝে আসে
মনোলোভা এই পরিবেশ
সবাই ভালোবাসে।


বসন্তে বয় মলয় বাতাস
পলাশ শিমূল শাখে
গ্রীষ্ম বর্ষা শীত শরতে
উৎসব লেগে থাকে।


বাংলার ঋতু বাংলার জীবন
খুশিতে খুব মাতে
ঢেউ খেলে যায় গঙ্গা পদ্মায়
বারোমাস একসাথে।