বর্ষা এলে আকাশ জুড়ে
দেখি মেঘের খেলা
এই সাদা তো একটু পরে
কালো রঙের মেলা।


গাছের ফাঁকে ওই দেখা যায়
এক ফালি মেঘ ভাসে
আবার দেখি উড়ে উড়ে
যাচ্ছে দূরের দেশে।


কখনও সে আঁধার করে
ঝড়কে ডেকে আনে
টাপুর টুপুর বৃষ্টি ঝরায়
রুক্ষ মাটির প্রাণে।


মেঘগুলো সব ছানাপোনা
সঙ্গে সাথে করে
রোদের ফাঁকে রামধনু রঙ
দেখি মেঘের ঘরে।


মেঘের জন্য নদী জলে
বান ও বন্যা আসে
তবুও বর্ষা রঙিন ফুলে
বড্ড ভালোবাসে।