আষাঢ় মাসে কালো মেঘে
আকাশ ঢেকে থাকে
এক ঝলকের রোদ দেখা যায়
তারই ফাঁকে ফাঁকে।


ঝমঝমিয়ে বৃষ্টি আসে
সবুজ গাছের পাতা
কাদা মাটি রাস্তা পিছল
সঙ্গে থাকে ছাতা।


গোমড়া আকাশ বৃষ্টি বাদল
নদী ভরে জলে
ঝড়ো বাতাস ভিজছে মানুষ
ফিরছে দলে দলে।


অল্প বৃষ্টি মাঠে কৃষক
সবুজ ধানের হাসি
টাপুর টুপুর শব্দ কেমন
শুনতে ভালোবাসি।


বর্ষা আষাঢ় চারিদিকে
ভ্যাপসা শীতল স্বস্তি
পড়ছে দেখো টিপটিপ করে
চলো করি মস্তি।