বেলা শেষে যদি হেসে কেটে যায় বেলা
এ জীবনে প্রেম মনে করি হাসি খেলা,
রোদ ওঠে ফুল ফোটে মাটি জাগে বুকে
সারা দিন খুশি ঋণ বাঁচি বড় সুখে।


এ সময়ে একা হয়ে কত কি যে ভাবি
এ বয়সে রসে বশে খাব কত খাবি!
চলো মেতে আকাশেতে মেলে দিই ডানা
বেলা বাড়ে কড়া নাড়ে তবু নেই মানা।


পড়ে আছে দূরে কাছে যত কিছু কাজ
বয়ে গেছে যাব নেচে চালাব এ রাজ,
বাঁচা সুখ ভরে বুক যাক বেলা শেষে
এই দেখো মনে রেখো আমি আছি হেসে।


মনে আশা ছোটো বাসা যা পেয়েছি আমি
তাই সেরা স্মৃতি ঘেরা খুব খুব দামী,
আমাদের আকাশের দিন শুরু শেষে
পথ চলি কথা বলি থাকি ভালোবেসে।