অনেকবার ফিরেছি বাড়ি
অন্ধকারের রাতে
কখনও তো হয়নি দেখা
তিঁনাদেঁর সাথে।


বাঁশবাগানে কেওড়াতলায়
শ্মশান ঘাটের ধারে
শুনশান পথে মাঠের শেষে
পদ্ম দীঘির পারে।


কিংবা ধরো সরু রাস্তায়
ফিরছি আমি একা
প্রাণ পৃথিবীর শব্দ ছাড়া
কারো পাইনি দেখা।


কিন্তু অন্ধকারের নিজের
একটা মুখ তো থাকে
মাঝে মাঝে ভূতের মতন
সেটাই ভয়ে রাখে।