ভ্রমর ভ্রমর ডাক দিয়ে যায়
পাঁপড়ি রঙিন ফুলে
পূর্বরাগে গুনগুনিয়ে
যাচ্ছে কথা ভুলে।


জড়িয়ে পায় পরাগ রাঙা
আড় চোখে তার দেখা
মিলন রঙে খুশির আলো
থাকে না আর একা।


রেণুর ভেতর গন্ধ গোলাপ
উদাস মোহ বুকে
ভ্রমর হৃদয় আকুল হয়ে
থাকে মোহন সুখে।


ধড়ফড়িয়ে উঠছে কেন
অকারণে সাধা
কৃষ্ণ দিনের দোলন চাঁপায়
বসে আছে রাধা।


ভ্রমর ফুলের মিলন মেলায়
নিবেদনের আশা
প্রেম এলো তার নিজের বাড়ি
হৃদয় ভালোবাসা।