কাশফুল রেলগাড়ি সবুজের গন্ধে
অপু ও দুর্গার চোখ অচেনা আনন্দে,
'পথের পাঁচালী' যেন আশেপাশে দেখা
জীবন চরিত কথা হৃদয়ের লেখা।
প্রকৃতিও কথা বলে মানুষের সাথে
'আরণ্যক' গাছে গাছে জ্যোৎস্নাভরা রাতে,
'চাঁদের পাহাড়' খোঁজে 'তাল নবমী'তে
বিভূতিভূষণ বাঁচে স্নিগ্ধ পৃথিবীতে।


'ইচ্ছামতী' বয়ে যায় মানুষের স্রোতে
গ্রামের পথের ধুলো লেগে আছে ওতে,
'অশনি সংকেত' দেখি জঙ্গলে জঙ্গমে
কচি ঘাসফুল মেশে সাহিত্য সঙ্গমে।
পথে পথে পথ চলা পথের সুজন
একা একা হাঁটতেন বিভূতিভূষণ।