জীবনের এই পাঠশালাতে
করেছি সব রপ্ত
শিখছি বাঁচার নিয়ম কানুন
বিন্দু থেকে বৃত্ত।


সূচনা তার বিন্দুসম
সাগর ঢেউয়ে মেশে
শুরুটা হয় শূন্য থেকে
বৃত্ত সবার শেষে।


পরিবারের, সমাজ জুড়ে
এবং নিজের কাজে
মাটিতে পা এদিক ওদিক
যখন যেমন সাজে।


পথ মোহনায় একলা একা
তবু অনেক লড়াই
বিন্দু শুরু বৃহৎ বৃত্ত
পেয়েও দেখো হারাই।


বাইরে দাঁড়াই হাত বাড়িয়ে
মনের তীর্থে আলো
ছাপিয়ে যায় আঁধার সরায়
সব কিছু সব ভালো।