বিরুদ্ধ চিৎকার চেঁচামেচি বাদানুবাদ করে
শেষে সেই আমাকে
নুয়ে পড়া শিরদাঁড়ায় যে করে হোক চলতে হল
সবাই সব কিছু নিয়ে গেলেও
আমাকে ভাতের কাঠি বইতে হল
মাথাটা দোষের ভারে ভারাক্রান্ত হয়ে থাকল
যা যা চাই না, সবটাই করতে হল
জটিলতায় সব রাস্তা বন্ধ করে দেওয়া হল
তাই
তার চেয়ে আর না
মৌনমন্ত্রের মুদ্রা দোষ আমাকে
কিছু মানুষ মানুষ অভ্যাস উপহার দিক
তাতে আমি তোমাদের সব কথা শুনে
আমি আমার মত হব
কোন চিৎকার চেঁচামেচি বাদানুবাদ না করে
আমি আমারটুকু
আমার মত করে যাব।