বর্ষা এলে বন্যা আসে
গ্রামের মানুষ জলে ভাসে
এই তো দেশের হাল,
ডোবে ফসল বাড়ি ও ঘর
বাস করে সব বাঁধের উপর
কিংবা গাছের ডাল।


পুকুর ডোবা বন্ধ করো
উঠছে ফ্ল্যাট মস্ত বড়ো
জমছে বৃষ্টি জল
ভরাট হচ্ছে নদীর পলি
পলিথিনে ভরছে গলি
বন্যার চলাচল।


থাকার জায়গা পায় না খুঁজে
কষ্টে থাকে মাথা গুঁজে
খাবার কোথা পায়
চারিদিকে জলের তোড়ে
দুর্বিপাকে জীবন ঘোরে
মানুষ অসহায়।


বান এসে সব ডুবিয়ে দেয়
কত জীবন নেয় কেড়ে নেয়
ভাঙছে নদীর বাঁধ,
বানভাসিদের বাঁচাও সবে
ডুবছে মানুষ বাঁচবে তবে
দাও হে কাঁধে কাঁধ।