ব্যস্ত জীবন ব্যস্ত সবাই ছুটছে প্রবল গতিতে
নিষ্কর্মা বুড়ো বুড়ি শুধু শুয়েই থাকে শান্তিতে,
চাইছে সেবা সন্তানের তাই আঁকড়ে ধরে গৃহ
তবু কেন তারা বৃদ্ধাশ্রমে? আপন হয় না কেহ?


কর্তব্যের বিনিময়ে কেন বয়স্কের পরিচর্যায়
হাত বাড়ানো বাঁচবে শুধু পরিজনের দয়ায়?  
কেন পাবে না স্বাবলম্বী মৃত্যু নিশ্চিন্ত আশ্রয়ে
বৃদ্ধাশ্রমে কেন ঠাঁই? সন্তানের অলীক প্রশ্রয়ে?  

মেনে নিতে হয় ভাল থাকা প্রজন্ম ব্যবস্থায়
নিঃস্ব হয়েও ভরসা থাকে সাংসারিক আস্থায়,
ও দিকে পাখি গেয়ে যায় নীড়ে ফেরার গান
কেন বৃদ্ধাশ্রম বাঁচিয়ে রাখবে বয়স্কের সম্মান।


কোথায় গেল হৃদয়ের আচার সম্পর্কের বাঁধন
প্রয়োজন ছাড়াও হাত বাড়ানো রক্তের আপন
স্বার্থহীন ঘর বাঁধা আত্মার আত্মীক উপলব্ধি?
বৃদ্ধাশ্রম আর রেখো না, হৃদয়কে করো শুদ্ধি।