আমার চোখের কোনো ভাষা নাই
সে শুধু তোমাকে দেখে
তোমার প্রতিটি জীবন চলায়
বিভোর স্বপ্ন মেখে।


ভালোবাসি আমি পারি নি বলতে
মুখ মুক হয়ে থাকে
শুধু হাসাহাসি বসে পাশাপাশি
মনে সব ধরে রাখে।


কী যে ভালো লাগে খুশি লেগে থাকে
গলে যাই আমি একা
কি যে করি কাজ বুঝতে না পারি
হয়েছে ফাগুন দেখা।


সব সঁপে দিয়ে মলয় বাতাসে
পলাশ শিমূল সাথে
খুঁজে পেতে মন ফাগুন আগুন
গোলাপ দিয়েছি হাতে।


চলো বাগিচায় দেখবে কেমন
বসন্তে ফুল ফোটে
ওই দেখো বসে চাঁদ জোছনায়
মৌমাছি মধু লোটে।