চাঁদের মত জ্যোৎস্না ভরা
আমার খুকির মুখ
সারা ঘরে ঘুরে বেড়ায়
মায়ের মনের সুখ।


শান্ত স্নিগ্ধ মিষ্টি মায়া
যেমন চাঁদের রাত
তেমনি খুকির হাসিটুকু
ঘর করে যায় মাত।


আকাশ জুড়ে চাঁদের খেলা
দেখি অনেক দূর
খুকির আমার বুকের মাঝে
তুলছে তেমন সুর।


আঁধার ঘুচায় দিগন্তে ঐ
ফুল পরীদের দেশ
চাঁদের মত খুকি সুন্দর
মনের মতন বেশ।


চাঁদের কণা রূপের সোনা
আয় কপালে আয়
খুকি আমার তোরই মতন
প্রাণ জুড়িয়ে যায়।