চলে যাওয়া মানে হল
এসেছিলাম আমি
ফেলে গেছি যতটুকু
আমার কাছে দামী।


ধুলিকণা ভেবে তোমরা
হয়তো দিলে ঝেড়ে
অপাংক্তেয় গেছে বলে
বেঁচেছো হাঁফ ছেড়ে।


কোনো কিছুই অবশিষ্ট
রাখি নি তাই ফিরে
চিহ্ন টুকু অবহেলায়
থাকছে মনের তীরে।


তোমাকেও কাল যেতে হবে
এ নিয়তির খেলা
ভুলে গেলে চলবে না হে
ভাঙা হাটের মেলা।


কেউ চলে যায় কেউ বা তাড়ায়
ছেড়ে যাওয়া বাসা
কক্ষণো তাই ভুলো না ভাই
দিতে ভালোবাসা।