অস্পৃশ্যের মত দূরে দাঁড়িয়ে আছিস কেন?
পারলে মানুষের গন্ধ মেখে নে
কিংবা মাখিয়ে দে বর্ণ উচ্চ কলরবের গায়ে;
ওরা বুঝুক মানুষের ঘামের নির্যাসে
দ্যুলোক ভূলোক ব্রহ্মলোক সবই রচিত।


না হলে মনের কুটির প্রাণহীন মহাশুন্য।