ছোট ছিলাম ভালই ছিলাম
একথা যৌবনের রক্ত ঠাণ্ডা হয়ে যাওয়ার পর
অনেকেই ভাবে অনেকেই আক্ষেপ করে।


যখন ছোট ছিলাম
তখন বড় হওয়ার তাগিদ
প্রায় সবার মাথায় চেপে বসে
বড়দের মত সব করতে চায়।
বড়দের ছোট থাকার মত
কথা উপদেশ শাসন ত্রাশন দৃষ্টি নজরদারি
বড্ড অসহ্য লাগে,
ছোট হওয়ার আক্ষেপে
চটপট বড় হতে চায় সে।
ছোট থাকার চোখ যখন আস্তে আস্তে খুলতে থাকে
তখন কেন বড় হলাম না
এই ভাবনা ছোটদের মনে ঘোরে ফেরে।


আসলে কেউ ছোট থাকতে চায় না
বুড়ো হতে চায় না
শুধু বড় হয়ে থাকতে চায়।