গ্রামের পাশে বয়ে গেছে
ছোট্টো একটা নদী
হাঁটু জলে এপার ওপার
করবে এসো যদি।


গ্রামের মানুষ শীতল জলে
একটু সাঁতার দিয়ে
কাজের শেষে বাড়ি ফেরে
চাষের ফসল নিয়ে।


মাঝে মাঝে ঝাউবনি ঘাস
আছে নদীর বাঁকে
উঁচু পাড়ে গাছের আড়ে
রাতে শিয়াল ডাকে।


বালু চিকচিক নদীর চরে
চাঁদের আলো পড়ে
বর্ষাকালে ছোট্টো নদী
বৃষ্টির জলে ভরে


বিকেল বেলা গ্রামের মানুষ
নদীর পাড়ে আসে
হাওয়ায় বসে গল্প গাছা
করতে ভালোবাসে।