সব জিনিসের দাম বেড়েছে
বাড়ছে না তো কোন আয়
জীবন যাত্রা হাবুডুবু
হয়ে গেছে অসহায়।


কি বা কিনবে কি বা খাবে
বুঝে উঠতে পারা দায়
পাঁচশ হাজার কিছুই যে নয়
হাট বাজারে বোঝা যায়।


গবীর দুঃখী কি করে তার
আজকে করবে দিন গুজরান
দামে ঊর্ধ্ব নিত্য পণ্য
নাই কিছু আর অফুরান।


কোথাও বাড়তি আয় উপায়ের
কোনো দরজা খোলা নাই
আনাজপাতি মাছ ও মাংসে
লাগছে আগুন দেখতে পাই।


চলছে না আর সংসার যেন
উঠছে সবার নাভিশ্বাস
জোগাড় করে একটু খাবার
বলছে তবু ভালো বাস।