আমি চলে যেতে পারি
যেদিকে চাই যেতে
যেমন খুশি ইচ্ছে আমার
সব কিছু চাই পেতে।


কিন্তু মনের অন্য আশা
মালা গাঁথে বুকে
পথহারা এই গাছের তলায়
ফুল তুলেছি সুখে।


দুলছে নৌকা পাড়ি জমায়
যেন ওরা একা
আমি আছি তবু মনের
পাই নি আমি দেখা।


কষ্ট গল্প এপার ওপার
নদী ছুঁয়ে চলে
মাঠ পারাপার দিগন্তে ওই
চুপচাপ কথা বলে।