হাঁটু জলে গ্রামের মানুষ
এপার ওপার করে
ছোট্ট নদী চলছে দেখো
গ্রামের রাস্তা ধরে।


দুই পারে তার গাছের সারি
ঘর বাড়ি সব আছে
নদীর জলে ভরসা করে
মানুষরা সব বাঁচে।


কাজের শেষে শীতল জলে
একটু সাঁতার দিয়ে
ক্লান্তি ধুয়ে বাড়ি ফেরে
চাষের ফসল নিয়ে।


আশ্বিনেতে কাশের রাশি
ফোটে নদীর ধারে
পাখিরা সব কিচিরমিচির
করে গাছের আড়ে।


তুলো পেঁজা মেঘের ছায়া
জলের বুকে পড়ে
মানুষ জীবন যায় বয়ে যায়
নদীর মত করে।