কিছুজন শুধু বিতর্ক ভালোবাসে।
প্রতিটি কথার পিঠে
কি? কেন? কোথায়?
কবে? কি করে? না তো? ইত্যাদি বলে
শুধু টোকা মারে।

সব কথার এভাবে উত্তর হয় না,
আবার কথা না বলেও থাকা যায়,
তাই আজকাল খুব একটা
কথা বলি না।

অনেকদিন আগে যখন শুরু হয়েছিল
সুসংহত জীবনযাপনের কাজ
তখনকার ইতিহাসে
তর্ক ছিল বিতর্ক ছিল এবং আবহমানও ছিল;
তাই ছিল জীবনের রাজন্য পরিচর্যা।

আর এখন শুধু বিতর্ক বিতর্ক আর বিতর্ক
কিছুজন আর কিছুজন নাই
সবাই চোখ ফোটা জাগরূক চর্চা।

ফলে দশের জন্য দেশ
গিলে খাচ্ছে বিতর্ক,
দেশের জন্যে আমরা কিছুজন
দশ খুঁজছি,
সন্ধানে থাকলে তুমিও জানাতে পারো।

তবে আমরা কিছুজন
বরাবর কাঙালপনা বিতর্ক।