দায় নেই যার
সে পৃথিবীকে ভালোবাসে না
অন্যকে ভালোবাসে না
এমন কি নিজেকেও ভালোবাসে না।


সে শুধু জঞ্জাল বাড়িয়ে যায়
মানুষের সংখ্যায় অথবা মানুষের ধ্বংসলীলায়,
কোন কিছুতেই তার কোন দায় নেই
কোন কিছু নিয়ে সে ভাবে না
সে ভাবতে চায় না
জানতে না।


এ সংখ্যা যত বাড়ছে
তত আমরা এগিয়ে চলেছি সংরক্ষিত সীমানায়
জীবনের ভাঙা ভাঙা ছন্দে।



কিছুতেই যার কোন দায় নেই
এড়িয়ে যায় চলে
পৃথিবী ভালোবাসে না
অন্যকে ভালোবাসে না
এমন কি নিজেকেও ভালোবাসে না।


সে শুধু জঞ্জাল বাড়িয়ে যায়
মানুষের সংখ্যায় অথবা মানুষের ধ্বংসলীলায়,
কোন কিছুতেই তার কোন দায় নেই
কোন কিছু নিয়ে সে ভাবে না
সে ভাবতে চায় না
জানতে না।


এ সংখ্যা যত বাড়ছে
তত আমরা এগিয়ে চলেছি সংরক্ষিত সীমানায়
জীবনের ভাঙা ভাঙা ছন্দে।