তোমার ভেতর কোন বিষয়ে
দক্ষতা কি আছে
পারলে দেখাও সেই ভূমিকা
আজ সকলের কাছে।


না হলে কাল ইঁদুরের দৌড়
টেনে নিয়ে দূরে
তোমার মনের সেতারের তার
বাজবে না আর সুরে।


দুই কুলে পা উথাল পাথাল
ক্ষিপ্ত মনের নেশা
কাজ করে যায় বিরক্তি সব
টাকা ইনকাম পেশা।


কিন্তু তোমার দক্ষতা মন
কোন সে দক্ষ বাঁচা
শিক্ষা শিখতে অবহেলায়
গড়ছো কোন সে খাঁচা?


সব মানুষের পরিচিতি
কার্য কারণ ক্ষণে
নচেৎ শুধু আসা যাওয়া
কেউ রাখে না মনে।