অনেক তো এলে কাছাকাছি এবার দূরে থাকাই ভালো
মনের মধ্যে বাঁচার আলো এবার ঘুচিয়ে দেবে কালো
কাছে ছিলে কি বুঝলে কেন এত আঁধার নেমে এলো?
অনেক তো হল এবার সত্যি সত্যি দূরে থাকাই ভালো।

ঘামের গন্ধ কিছুতেই গড়ছে না কোন শ্রমের প্রাসাদ
গাদাগাদি ঘেঁষাঘেঁষি তবু লেগে আছে যত অবসাদ,
হাঁউমাঁউকাঁউ মানুষের গন্ধ দিবাস্বপ্নের জাল বিছালো
অনেক তো হল এবার সত্যি সত্যি দূরে থাকাই ভালো।

ঘর বেঁধেছি বিশ্বাসে ছাদ গড়েছি আশ্বাসে তবু তুমি
কাছে পেয়েও কেন আজ হয়ে গেছো একলা বধ্যভূমি,
জনারণ্যে একা এবার চিনে নিক ব্রহ্মান্ডের ব্ল্যাক হোলও
অনেক তো এলে কাছাকাছি এবার দূরে থাকাই ভালো।

চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই থাকে দূরে তবু তাদের টান
শৃঙখলাতে ভরিয়ে রাখে এ জীবন এ জগত অফুরান
কাছে বা দূরে নয় প্রাণে প্রাণ শুধুই প্রেমপ্রীতি মিলালো
তাই সত্যি সত্যি দিনের শেষে মানুষ ভালো খুব ভালো।